কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বি এস ইয়েদদুরাপ্পা। রাজভবনে গিয়ে রাজ্যপাল কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।দু'বছরের মাথায় নিজের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। পদত্যাগ করার আগে বিধানসভায় নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন ইয়েদুরাপ্পা। সেই খতিয়ান ব্যাখ্যা করার সময়ে প্রায় কেঁদে ফেলেন তিনি। এর পরেই তিনি নিজের সিদ্ধান্ত সকলের সামনে জানিয়ে দেন।।এদিন পদত্যাগ করার আগেই বিধানসভা অধিবেশনে বক্তৃতা দেন ইয়েদুরাপ্পা। তিনি জানান যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী তাকে কেন্দ্রীয় মন্ত্রী হবার সুযোগ দিয়েছিলেন কিন্তু তিনি রাজ্য ছেড়ে যেতে চাননি। গত দু'বছর ধরে করোনাভাইরাস পরিস্থিতির মতো কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছে তাঁকে। বেশ কয়েকদিন আগে থেকেই জল্পনা সৃষ্টি হয়েছিল যে আদতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কিনা ইয়েদুরাপ্পা।সেই সময়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি এর পর কৌতূহল আরো বেড়ে যায়। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা