এ বার চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ঢুকে পড়ল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই। যোগীর লেখা 'হঠযোগ : স্বরূপ এবং সাধনা' ও রামদেবের 'যোগ সাধনা যোগ চিকিৎসা রহস্য' বই দুটি দর্শন বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টারে পড়ানো হবে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্য সম্পর্কে পড়ুয়াদের জানা খুবই প্রয়োজন। সেই কারণেই এই দুটি বইকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনে অন্য কোর্সের সঙ্গেও ঐচ্ছিক হিসেবে এই বিষয়টি নিতে পারবেন পড়ুয়ারা।