বলি অন্দরে কত কী যে ঘটে চলেছে প্রতিনিয়ত । কিছু তা প্রকাশ্যে আসে, কিছু আসে না । তবে, মানুষ এখন গসিপ শুনতে ভালবাসে । তাই বলিউডে কী চলছে, তা নিয়ে মানুষের আগ্রহ প্রচুর । এখন যেমন বলিউড সরগম অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-কে নিয়ে । বেশ কয়েক মাস ধরে বলিপাড়ায় গুঞ্জন,অভিষেক-ঐশ্বর্যের সম্পর্কে ফাটল ধরেছে । দাম্পত্যে চিড় ধরেছে । দূরে দূরেই থাকছেন দু'জনে । সাম্প্রতিক কিছু ঘটনা সেরকমই ইঙ্গিত দিচ্ছে । যেমন কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের । অম্বানীর বিয়ের কথাই মনে করুন । অমিতাভ, জয়া, শ্বেতাকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিষেক । আর ঐশ্বর্য এসেছিলেন আলাদা মেয়ে আরাধ্যাকে নিয়ে । তিনজনকে যে কবে একসঙ্গে দেখা গিয়েছিল, তা মনে করতে গেলে স্মৃতিতে একটু জোড় দিতে হবে বইকি । কিন্তু, ১৭ বছরের সম্পর্কে কেন দূরত্ব তৈরি হল ? নেটপাড়ায় ঘুরছে নানারকম সম্ভাব্য কারণ । তবে,সম্প্রতি হইচই ফেলে দিয়েছে একটা খবর । বিভিন্ন রিপোর্ট বলছে,অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যে ফাটলের নেপথ্যেও সেই তৃতীয় ব্যক্তি । অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের । সেকারণেই নাকি অভিষেক-ঐশ্বর্যের সম্পর্কে ফাটল ধরেছে । যদিও, এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিষেক-ঐশ্বর্য বা নিমরত কেউই । তবে, স্বাভাবিকভাবেই মন খারাপ অভিষেক-ঐশ্বর্যর অনুরাগীদের । কয়েক বছর আগেও তো সব ঠিক ছিল । দু'জনে কাপল গোলস সেট করেছিলেন । শুধু তাই নয়, ঐশ্বর্যর মন পাওয়ার জন্য কম কাটখড় পোড়াতে হয়নি অভিষেককে । আবার এমনটাও শোনা গিয়েছে, অভিষেককে বিয়ের জন্য হাজারও নিয়ম-কানুন মানতে হয়েছিল বিশ্ব সুন্দরীকে । তাহলে হঠাৎ এখন কী হল ? তাঁদের সম্পর্ক কি আলগা সুতোর বাঁধনের মতো ছিল ? চলুন শুরু থেকেই শুরু করা যাক...
শুরু থেকে যদি শুরু করতে হয়, তাহলে অভিষেক ও ঐশ্বর্য-র প্রেমজীবন নিয়ে প্রথমে আলোচনা করা প্রয়োজন । ঐশ্বর্যকে বিয়ে করার আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক । এমনকী, এক বলি নায়িকার সঙ্গে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল অভিষেকের । সেই নায়িকা আর কেউ নন, করিশ্মা কাপুর । একে অপরকে চোখে হারাতেন । সেইসময় শুধু তাঁদের প্রেম নিয়েই চর্চা চলত । দু'জনের বাগদানও হয়ে গিয়েছিল । কিন্তু, পরে কোনও কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ।
রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও অভিষেকের প্রেমের গুঞ্জন পেজ থ্রি-র হট টপিক ছিল । কভি অলবিদা না কহেনা, বান্টি অউর বাবলি... বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে ঝড় তুলেছিলেন । সিনেমার সেটেই নাকি একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন । একটা সময় এমনও শোনা গিয়েছিল, রানিকেই বাড়ির বউমা হিসেবে পছন্দ ছিল অমিতাভ ও জয়া বচ্চনেরও । যদিও, রানি বা অভিষেক কেউই কোনওদিন তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি । অভিষেকের সঙ্গে পরে নাম জড়ায় দীপান্বিতা শর্মারও । বিভিন্ন রিপোর্ট বলছে, ১০ মাস একে অপরকে ডেটও করেছিলেন । পরে সম্পর্ক ভেঙে যায় । তারপর অভিষেকের জীবনে আসেন ঐশ্বর্য রাই ।
এবার যদি ঐশ্বর্যের লাভ লাইফের দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে, অভিষেকের আগে ঐশ্বর্যের জীবনেও একাধিক পুরুষ এসেছিলেন । তবে, আজও বলিউডে চর্চিত সলমন খান ও ঐশ্বর্যা রাই-এর সম্পর্ক । 'হম দিল দে চুকে সনম' ছবির শুটিং থেকেই একে অপরকে মন দিয়েছিলেন । শুরু হয়েছিল প্রেমের অধ্যায় । কিন্তু বিভিন্ন রিপোর্ট সূত্রে খবর, সলমনের অতিরিক্ত মদ্যপান, দুর্ব্যবহার ধীরে ধীরে তিক্ততা আনে তাঁদের সম্পর্কে । শেষপর্যন্ত তিক্ততার সঙ্গে সলমনের সঙ্গে সম্পর্কের ইতি ঘটান ঐশ্বর্য ।
সলমনের পর ঐশ্বর্যের জীবনে আসেন বিবেক ওবেরয় । 'কিউন' সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন তাঁরা । কিন্তু, বেশিদিন সেই সম্পর্ক সুখকর হয়নি । বিবেক ওবেরয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি তাঁকে ফোন করে হুমকি দিতেন সলমন । ভাইজান নাকি বলতেন, বলিউডে বিবেককে কাজ করতে দেবেন না। সময়ের সঙ্গে সঙ্গে ঐশ্বর্যও বিবেকের জীবন থেকে চলে যান ।
অভিষেক-ঐশ্বর্য প্রেম
১৯৯৯ সালে 'ঢাই অক্ষর প্রেম কি' সিনেমার সেট থেকে বন্ধুত্বের শুরু অভিষেক-ঐশ্বর্যের । তারপর 'গুরু','বান্টি অউর বাবলি' একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেন । ধীরে ধীরে বন্ধুত্ব আরও গাঢ় হয় । 'উমরাও জান'ছবিতে কাজ করার সময় তাঁদের সম্পর্ক পৌঁছে যায় আলাদা মাত্রায় । প্রথমে চুটিয়ে প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ।
জানেন কি, নিউ ইয়র্কের একটি পাঁচতারা হোটেলের ব্যালকনিতে হাঁটু মুড়ে বসে ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক । ঐশ্বর্যের উত্তর তো সকলেরই জানা । বিয়েতে রাজি হয়েছিলেন । ২০০৭ সালে প্রথমে বাগদান, তারপর ওই বছর ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । যদিও, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, অভিষেককে বিয়ে করার আগে গাছ-কে বিয়ে করতে হয়েছিল ঐশ্বর্যকে । কারণ, বিশ্বসুন্দরী ছিলেন মাঙ্গলিক । সেকারণেই নাকি নানারকম নিয়ম মানতে হয়েছিল তাঁকে । যদিও, ভুয়ো খবর বলে দাবি করে বচ্চন পরিবার ।
অভিষেকের সঙ্গে বিয়ের পর থেকেই সংসারে মন দিয়েছিলেন ঐশ্বর্য । খুব বেছে বেছে সিনেমা করেছেন । ২০১১ সালে আরাধ্যা তাঁদের জীবনে আসে । নতুন অধ্যায় শুরু করেন ঐশ্বর্য । কেরিয়ার থেকেও বিরতি নেন । সবই ভাল চলছিল, তাহলে হঠাৎ কেন বিচ্ছেদের গুঞ্জন ?
গত বছর থেকেই একটু দূরে দূরে দেখা যাচ্ছিল অভিষেক-ঐশ্বর্যকে । যেখানেই গিয়েছেন ঐশ্বর্য, সঙ্গে শুধু আরাধ্যা । আর অভিষেক পরিবারের সঙ্গে । শুরুটা গত বছরের দিওয়ালি থেকেই । শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বর্যর সম্পর্ক একেবারেই ভাল নয়। ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও তিক্ততার সম্পর্ক বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় । ঐশ্বর্যা-অভিষেকের বিয়েতে নাকি প্রথম থেকে আপত্তি ছিল শ্বেতার! শ্বেতা বুঝিয়ে ছিলেন এই বিয়ে না হয়। কিন্তু কোনও লাভ হয়নি । এরই মাঝে খবর ছড়ায় নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। শোনা যায়,শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছেন ঐশ্বর্য ।
কিন্তু, মাঝে অভিষেকের জন্মদিনে ঐশ্বর্যর পোস্ট, আরাধ্যার স্কুলের কোনও অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্যের একসঙ্গে হাজির হওয়া সমস্ত গুজবে জল ঢালে । নেটিজেনরা একটু স্বস্তির নিঃশ্বাসও ফেলেন । কিন্তু, স্বস্তি বেশিদিন থাকল না ।
অভিষেক-ঐশ্বর্যের সম্পর্কের ফাটল নাকি ধরেছে তৃতীয় ব্যক্তির জন্য । এমনই কিছু দাবি উঠে আসছে বিভিন্ন রিপোর্টে । অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে নাকি সংসারে অশান্তি। 'দশভি' ছবিতে একসঙ্গে কাজ করার সময়ই একে অপরকে
মন দিয়ে ফেলেছেন অভিষেক-নিমরত । তারপরই নাকি আরাধ্যাকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বর্য ।
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিষেককে । পাপারাজ্জিরা যখন তাঁকে ক্যামেরাবন্দী করছিলেন, সেইসময় বিরক্তি প্রকাশ করেন অভিষেক । তাঁকে নিয়ে যে গুঞ্জন চলছে তাতে যে তিনি বেশ বিরক্ত, তা স্পষ্ট বুঝিয়ে দেন অভিষেক।
যদিও, বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি অভিষেক বা ঐশ্বর্য কেউই । গত একবছর ধরে শুধু জল্পনাই চলছে তাঁদের নিয়ে । তবে, ওই কথায় আছে, 'যা রটে, তার কিছুটা হলেও বটে ।' অনুরাগীরাও মনে প্রাণে চাইছেন সব যেন ঠিক হয়ে যায় তাঁদের প্রিয় তারকা কাপলের মধ্যে । সারাজীবন বেঁধে বেঁধে থাকুক তাঁরা ।