Miss Universe 2021 : 'মিস ইউনিভার্স' হলেন পঞ্জাবের হরনাজ সান্ধু, ২১ বছর পর ভারতের ঘরে এল সেরার মুকুট

Updated : Dec 13, 2021 11:56
|
Editorji News Desk

৭০ তম 'মিস ইউনিভার্স ২০২১'(Miss Universe 2021)-এর খেতাব জিতলেন পঞ্জাবের হরনাজ সান্ধু(Harnaaz Sandhu) । ২০০০ সালে লারা দত্তার(Lara Dutta) বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা ।

হরনাজকে নিয়ে মোট ৮০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন । বিভিন্ন দেশ, রাজ্য থেকে আসা ৭৯ জন প্রতিযোগীকে পরাজিত করে 'মিস ইউনিভার্স'-এর খেতাব জিতে নেন এই ভারতীয় কন্যা । ফার্স্ট রানার-আপ হন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা( Nadia Ferreira) ও সেকেন্ড রানার-আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা মওয়ানে(Lalela Mswane) ।

হরনাজ সান্ধু বিভিন্ন প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেছিলেন মাত্র ১৭ বছর বয়সে । এর আগে তিনি 'মিস ডিভা ২০২১'-এর খেতাব জিতেছেন । এছাড়া 'ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯'(Femina Miss India Punjab 2019)-এর তকমাও জিতেছেন । এমনকী, 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯'(Femina Miss India Punjab )-এর সেরা ১২ জনের তালিকায় স্থান পেয়েছিলেন তিনি । হরনাজ "ইয়ারা দিয়া পু বারা"(Yaara Diyan Poo Baran) এবং "বাই জি কুত্তাঙ্গে"(Bai Ji Kuttange)-এর মতো পঞ্জাবি ছবিতেও কাজ করেছেন ।

 

হরনাজের জয়ের খবর মিস ইউনিভার্স অর্গানাইজেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে । ইসরায়েলের ইলাতে ইউনিভার্স ডোমে অনুষ্ঠানটি হয় । সেখানেই এই খেতাব দেওয়া হয় হরনাজকে । অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তারা । তার ক্যাপশনে রয়েছে "নতুন মিস ইউনিভার্স হল...ভারত ।"

আরও পড়ুন, Vicky Katrina Wedding : বিয়ের পর কঙ্গনাকে 'বিশেষ উপহার' পাঠালেন 'ভিক্যাট', কী বললেন বলি কুইন ?
 

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে মিস ইউনিভার্স ২০২০ খেতাব জয়ী মেক্সিকোর আন্দ্রেয়া মেজা হরনাজকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিচ্ছেন ।

'চাপের মুখোমুখি হলে কীভাবে তার সঙ্গে লড়াই চালাবেন নতুন প্রজন্মের তরুণীরা'- এই প্রশ্নের জবাবে সান্ধু বলেন, "আজকের প্রজন্ম সবথেকে বেশি যে চাপটার মুখোমুখি হয়, তা হল- নিজের উপর বিশ্বাস রাখা, নিজেকে জানা। এবং সেই জানাটাকে সম্মান করা। এটাই আপনাকে সুন্দর করে তোলে । অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। কথা বলুন আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে যা এই মুহূর্তের বিশ্বে ঘটে চলেছে।"

Harnaaz SandhuMiss Universe 2021Miss universe

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা