Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

Updated : Dec 19, 2024 09:38
|
Editorji News Desk

কলকাতায় চুমু-কাণ্ড । কাণ্ড কেন বলছি ? গত কয়েকদিন ধরে এই একটা বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে । কালীঘাট মেট্রো স্টেশনে জনসমক্ষে ঠোঁটে ঠোঁট ডুবিয়েছে এক যুগল । পাতি কথায় চুমু খেয়েছেন । যা নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে । কেউ বলছেন, কোনও বড় ইস্যু নয় । আবার কারও কাছে এটা ঘোরতর অপরাধ । নেটিজেনদের একাংশ আবার রিল বানিয়ে তাতে জুড়ে দিচ্ছেন ইমরান হাসমি-র সিনেমা 'ভিগে হোঁঠ তেরে' । জনসমক্ষে চুম্বন নিয়ে বাক-বিতণ্ডা তো চলতেই থাকবে, তবে বলিউডের 'কিসিং কিং' ইমরান হাসমির যখন প্রসঙ্গ উঠল, তখন একটা কথা কি আপনাদের জানা আছে, সিনেমায় চুমু খেলেই স্ত্রীকে বিশেষ উপহার দিতে হত ইমরানকে । শুধু এই একটা না, চুমু নিয়ে অনেক কাণ্ড ঘটেছে ইমরানের জীবনে । কিছু মজার, কিছু বিতর্কিত । 

সালটা ২০০৪ । মুক্তি পেল 'মার্ডার'। রূপোলি পর্দায় চুমুর ঝড় বইয়ে দিলেন ইমরান হাশমি । সেই শুরু... জেহের,আশিক বানায়া আপনে, গ্যাংস্টার,দ্য ট্রেন, জন্নত...কেরিয়ারের শুরুতেই ইমরান হয়ে উঠলেন কিসিং স্টার । বলিউড চিনল তাঁরে সিরিয়াল কিসার হিসেবে । ইমরান হাসমির সিনেমা, অথচ গভীর চুমুর দৃশ্য থাকবে না, তা ভাবাও যায় না । তবে, চুম্বনের দৃশ্যের আগে বেশ কিছু নিয়ম মেনে চলতেন ইমরান । কী নিয়ম ?   

চুম্বন দৃশ্যের আগে বেরি খান না । বেরিতে অ্যালার্জি রয়েছে তাঁর । তাই, কিসিং সিনের আগে বেরি এড়িয়ে চলতেন । 

জানেন, একবার চুম্বন দৃশ্যের আগে রসুন খেয়েছিলেন ইমরান । ফারহা খানের একটি শো-তে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, সহ অভিনেত্রীর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্যই নাকি এমনটা করেছিলেন । 

মার্ডার সিনেমায় ইমরান-মল্লিকার চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছিল অধিকাংশের । তবে, বাস্তবে বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয় । সিনেমার সেটেই নাকি তুমুল ঝামেলা হয়েছিল দু'জনের মধ্যে । এমনকী এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তাঁর জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা । মল্লিকা শেরাওয়াতকে ব্যাড কিসারও  বলেছিলেন ইমরান । সেই খবর রাতারাতি হেডলাইন হয়েছিল । দীর্ঘ ২০ বছর দু'জনের মুখ দেখাদেখি বন্ধ ছিল । সম্প্রতি,দু'জনের সম্পর্কের বরফ গলেছে ।  

অনেকের মনেই নিশ্চয় একটা প্রশ্ন ওঠে, প্রত্যেক সিনেমায় ইমরানের এই চুম্বন দৃশ্য খুব সহজেই কি মেনে নিয়েছিলেন তাঁর স্ত্রী । একেবারেই নয় । একটা সাক্ষাৎকারে ইমরান হাসমি জানিয়েছিলেন, CROOK ছবির প্রথম স্কিনিং-এ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন । ছবিতে ইমরানের চুম্বন দৃশ্য দেখে সর্বসমক্ষে তাঁকে চড় মেরেছিলেন স্ত্রী পারভিন ।

পারভিন অবশ্য পরে বিষয়টা বুঝেছিলেন । তবে, একটা শর্ত দিয়েছিলেন ইমরানকে । প্রত্যেক চুমু পিছু স্ত্রীকে কিনে দিতে হবে ব্যাগ । সেইমতো পর্দায় যতবার চুমু খেতেন, স্ত্রীকে দিতেন ব্যাগ । তবে, এখন অবশ্য শর্ত-মুক্ত ইমরান । স্ত্রী পরে বুঝতে পেরেছেন যে, কাজের জন্য এটা করতে হয় ইমরান হাসমিকে । অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন,নিয়মের বদল ঘটেছে, তা না হলে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স এতদিনে শূন্য হয়ে যেত ।

ইমরান একবার জানিয়েছিলেন, এক জনপ্রিয় নায়িকাকে চুমু খেতে গিয়ে বমি করার অবস্থা হয়েছিল ইমরানের । ওই নায়িকার মুখে নাকি অত্যধিক গন্ধ ছিল । তবে সেই নায়িকার নাম প্রকাশ্যে বলেননি ইমরান ।

তবে, বর্তমানে কিন্তু, আর চুম্বন দৃশ্যে সেভাবে অভিনয় করতে দেখা যায় না ইমরানকে । অভিনেতা মনে করেন,চুমুর দৃশ্য ইদানিং দর্শককে আর সে ভাবে টানে না । ইমরান জানান, এখন দর্শক অনেক পরিণত। শুধু চুমু দেখিয়ে তাঁদের আকৃষ্ট করা যায় না ।

Emraan Hashmi

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন