কোচবিহারের (Coochbihar) গুঞ্জবাড়িতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। কামেশ্বর রোডের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল কলেজ শিক্ষক, স্ত্রী-সন্তানের দেহ। ১২ পাতার সুইসাইড নোট (Suicide Note)উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের, কীভাবে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেকে শেষ করেছেন তিনি, তার উল্লেখ রয়েছে চিঠিতে।
কোচবিহারের পুলিশ সুপার সুনীত কুমার বলেন, " প্রাথমিক অনুমান খুন করে আত্মহত্যা। পরিবার খুনের অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।"
কোচবিহারের গোসানিমারির বাসিন্দা উৎপল বর্মন পেশায় ছিলেন, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের বাংলার শিক্ষক।