Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

Updated : Feb 24, 2025 14:05
|
Editorji News Desk

চন্দননগর টু গয়া। 

ভেবেছিলেন এই রুটেই বন্ধুদের নিয়ে বেড়াতে যাবেন। রবিবার সেই মতো বেড়িয়েই ছিলেন তিনি। বর্ধমানের বুদবুদ থানা এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর শুরু হয় বিপত্তি। অভিযোগ, অপর একটি গাড়ি করে এসে বেশ কয়েকজন যুবক উত্যক্ত করা শুরু করেন। 

এরপর প্রায় হাফ কিলোমিটার চলে রেষারেষি। যার বলি হলেন চন্দননগরের এক তরুণী। নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। আহত অবস্থায় তাঁর বন্ধুরা জানিয়েছেন, বুদবুদের ওই পেট্রোল পাম্প থেকে আর ঘটনাস্থল পর্যন্ত তাঁদের গাড়িকে শুধু ফলো করা নয়, সারাক্ষণ উত্যক্ত করতে থাকে। 

পানাগড় বাজারের কাছে এসেই উল্টে যায় সুতন্দ্রার গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিছন থেকে সুতন্দ্রার গাড়িতে ধাক্কা মারে দুষ্কৃতীদের গাড়ি। সেই ধাক্কা থেকে দিশাহীন হয়ে উল্টে যায় চন্দননগরের তরুণীর গাড়ি। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। নৃত্যশিল্পী ছিলেন তিনি। একটি কাজে গাড়ি নিয়ে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। শনিবার রাত ১০টা নাগাদ চন্দননগর থেকে রওনা দেন তিনি। ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ।

দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। 

Road Accident

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের