পুজোর পরেই রাজ্যের বাকি ৪ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে। দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা। এই চার আসনের উপনির্বাচনে মনোনয়পত্র পেশের শেষদিন ৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৩ অক্টোবর। বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। পাশাপাশি, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার। অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।