বোল্ডার বোঝাই ট্রাক উলটে মৃত্যু ৪ জনের। আহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri )জলেশ্বরী বাজারে। ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একটি বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। জনবহুল এলাকা জলেশ্বরী বাজারে (Jaleshwari) এই দুর্ঘটনাটি ঘটে। বোল্ডার সহ ট্রাকের তলায় চাপা পড়ে যান সাতজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটনের আশিঘর ফাঁড়ির পুলিশ। ক্রেন দিয়ে বোল্ডার ও ট্রাক সরিয়ে উদ্ধার করা হয় আহতদের।
পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।