সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত(Kangana Ranaut) । 'মনিকর্নিকা-দ্য কুইন অফ ঝাঁসি' ও 'পঙ্গা' ছবির জন্য পঞ্চম জাতীয় পুরস্কার জিতে নিলেন অভিনেত্রী ।
দিল্লির বিজ্ঞানভবনে ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন National Filmfare Award) করা হয় । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লিতে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন । পুরস্কার প্রাপকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।
National Film Award : সেরা বাংলা ছবি গুমনামী, পঞ্চম জাতীয় পুরস্কারের আনন্দ ভাগ করে নিলেন সৃজিত
এই অনুষ্ঠানেই সুপারস্টার রজনীকান্তের হাতে তুলে দেওয়া দাদাসাহেব ফালকে পুরস্কার । সেরা হিন্দি ছবির পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অভিনীত শেষ ছবি ‘ছিঁছোড়ে’। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক নিতেশ তিওয়ারি সুশান্তের তরফ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ।
সেরা অভিনেতা বিভাগে যুগ্মভাবে পুরস্কার গেল মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) এবং ধনুশের (Dhanush) ঝুলিতে । মনোজ বাজপেয়ী ভোঁসলে-র জন্য ও ধনুশ তামিল ছবি অসুরন-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন । সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বি প্রাক । অক্ষয় কুমারের 'কেসরি' ছবির 'তেরি মিট্টি' গানের জন্য সেরা গায়কের পুরস্কার গিয়েছে প্রাকের ঝুলিতে ।