Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

Updated : Mar 19, 2025 17:19
|
Editorji News Desk

বলিউড মানেই গ্ল্যামার, চকচকে-ঝকঝকে একটা দুনিয়া...যেখানে নাম-যশ তো আছে, একইসঙ্গে রয়েছে প্রচুর কন্ট্রোভার্সিও । পেজ থ্রি-তে কেউ না কেউ হেডলাইন হচ্ছেন প্রতিদিন ।  আর বলিপাড়ায় একটু ঢুঁ মারলেই কোনও না কোনও মশালাদার গসিপ পাবেনই । সম্প্রতি যেমন বলিউড তোলপাড় ৬০-এর আমিরের নতুন প্রেম নিয়ে । ইতিমধ্যেই তাঁর প্রেমিকাকে প্রকাশ্যে এসেছেন আমির । সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই, এছাড়া আর কী কী চলছে বলি অন্দরে, চলুন জেনে নিই


আমির-গৌরী কি প্রেম-কাহিনি

বয়স কেবল একটা সংখ্যামাত্র । তা আবারও প্রমাণ করে দিয়েছেন আমির খান । প্রবীণ নাগরিকের কোটায় পৌঁছে গিয়েও এখনও ভালবাসার জোয়ারে ভাসছেন আমির । আসলে ভালবাসা তো কখনও বয়স মেনে হয় না । বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ব্যাঙ্গালোরের এক নারীর প্রেমে পড়েছেন অভিনেতা । জন্মদিনে সেই প্রেমের কথা স্বীকারও করে নিয়েছেন আমির খান । পরিচয় করিয়ে দেন তাঁর লাভ অফ লাই গৌরী-র সঙ্গে । গৌরী স্প্র্যাট । বলিউডের সঙ্গে তাঁর কোনও যোগ নেই । ২৫ বছর আগে তাঁদের প্রথম আলাপ । যদিও তারপর আর যোগযোগ ছিল না । বছর দুয়েক আগেই আবার দু'জনের দেখা, প্রেমে পড়া...তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা । আমিরের কথায়, তিনি এমন কাউকে খুঁজছিলেন, যেখানে শান্তি খুঁজে পান । গৌরীর মধ্যে সেই শান্তি খুঁজে পেয়েছেন অভিনেতা । 

অন্যদিকে, গৌরী বলছেন, একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে নিজের জীবনে চেয়েছিলেন । আমিরের মধ্যে এই গুণগুলো তাঁর প্রেমে পড়তে বাধ্য করেছে গৌরীকে । আমিরের পরিবারের সঙ্গেও দেখা করেছেন গৌরী । আমিরকে বলতে শোনা গিয়েছে, ক্যাটরিনা কাইফের থেকেও সুন্দরী তাঁর প্রেমিকা । 

নেটিজেনদের মধ্যে একটাই প্রশ্ন, তাহলে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান ? এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর । সম্প্রতি, আবার ইরা খান ও আমির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে । আমিরের বাড়ি থেকে বেরোনোর সময় চোখের জল মুছতে দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিওতে । আর বাবা পিঠে হাত দিয়ে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন । নেটিজেনরা বলছেন, আমিরের তৃতীয় সম্পর্কের ঘোষণাতেই আঘাত পেয়েছেন ইরা । তাই, হয়তো চোখের জল ধরে রাখতে পারেনি । 

এদিকে, সম্প্রতি আমিরকে প্রশ্ন করা হয়েছিল, সলমনেরও এবার গৌরী খোঁজা উচিত কি না ! সেই প্রশ্নের উত্তরে আমির বলেন, "ও আর কী গৌরী খুঁজবে! নিজের জন্য যেটা ভাল সেটা করছে।" আমিরের এই মন্তব্য নিয়েও কম জলঘোলা হয়নি । 

ইব্রাহিম বনাম সইফ

ভাবছেন বাবা-ছেলেকে কেন মুখোমুখি বসিয়ে দিলাম । আরে আমরা নয়, পরিচালক বিক্রম ভাট বাবা-ছেলের মধ্যে তুলনা নিয়ে । তাও আবার অভিনয় নিয়ে । তাঁর কথায়, সইফের থেকে ভাল অভিনয় ইব্রাহিমের । ব্যাপারখানা কী খোলসা করেই বলা যাক

করণ জোহরের ‘নাদানিয়াঁ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছেন সইফ পুত্র ইব্রাহিম । কিন্তু, সেই সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে । ইব্রাহিমের অভিনয় নিয়েও সমালোচনা হয়েছে । অনেকেই বলছেন, ইব্রাহিমের কেরিয়ার বেশিদূর এগোবে না । তবে, এই পরিস্থিতিতে ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন পরিচালক বিক্রম ভাট । পরিচালক নিজেও জানিয়েছেন, ছবিটা তাঁরও ভাল লাগেনি । তবে, ইব্রাহিমের এটা প্রথম ছবি, সেই হিসেবে কেন তাঁকে ট্রোলিং করা হচ্ছে ? পরিচালকের আরও মত, প্রথম ছবি হিসেবে সইফের থেকে ভাল অভিনয় করেছেন তাঁর ছেলে । তাঁর বিশ্বাস, ইব্রাহিম একদিন বড় তারকা হয়ে উঠবে । 

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব

এবার একটু বলিউডের নয়ের দশকে ফেরা যাক । ঘটনাটা সেই সময়ের হলেও, সম্প্রতি ভাইরাল হয়েছে । এক ত্রিকোণ প্রেমকাহিনি । মনীষা কৈরালা, ঐশ্বর্য রাই এবং সুপারমডেল রাজীব মুলচন্দানি । হ্যাঁ ঠিকই শুনেছেন । বলিউডে সেই সময় গুঞ্জন ছড়িয়েছিল, ত্রিকোণ সম্পর্কে জড়িয়েছেন তাঁরা । নেপথ্যে মনীষার একটি মন্তব্য বলা ভাল অভিযোগ । দিল সে অভিনেত্রীর অভিযোগ ছিল,  ঐশ্বর্য নাকি তাঁর তৎকালীন প্রেমিক রাজীবের সঙ্গে সম্পর্কে ছিলেন । এমনকী, প্রেমপত্রও পাঠাতেন ঐশ্বর্য । মনীষা আর রাজীবের সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বর্য ছিলেন বলেও অভিযোগ উঠেছিল । 

ঐশ্বর্য যখন 'বম্বে' সিনেমায় মনীষার অভিনয়ের প্রশংসা করে রাজীবকে ফোন করেছিলেন, সেইসময়ই জানতে পারেন বিষয়টা । আকাশ ভেঙে পড়েছিল ঐশ্বর্যের মাথায় । রাজীব ও তাঁর মধ্যে কিছুই ছিল না । তাই এই অভিযোগ সামনে আসার পর থেকে ভেঙে পড়েছিলেন । প্রচুর কেঁদেও ছিলেন । অনেক সময় লেগেছিল পুরো বিষয়টা থেকে বেরতে । পরে অবশ্য মণীশা জানান, তাঁকে বক্তব্যের ভুল ব্যখা করা হয়েছে। দুই অভিনেত্রীর ক্যাট ফাইট কিন্তু নব্বইয়ের দশকের হট টপিক ছিল ।  

কার্তিকের প্রেম-কাহিনি 

বলিউডের কলির কেষ্ট নাকি কার্তিক আরিয়ান । একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । সারা আলি খান হোক বা অনন্যা পাণ্ডে...কার্তিকের প্রেম-চর্চা সবসময়ই আলোচনার কেন্দ্রে থেকেছে বিভিন্ন সময় । বলিপাড়ায় গুঞ্জন, বর্তমানে নাকি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন । এখন বলিউডের অন্যতম হট টপিক এটাই । এদিকে, সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে কার্তিকের একাধিক সম্পর্কের প্রসঙ্গ টেনে নোরা ফাতেহি বিস্ফোরক মন্তব্য করেন । অভিনেত্রী বলেন, 'এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন, যাঁকে আপনি ডেট করেননি?" সবটাই আসলে মজার ছলেই বলেছেন নোরা । 
 
আশিকি ৩-এ দেখা যাবে কার্তিক-শ্রীলীলাকে । সিনেমা করতে গিয়েই নাকি দক্ষিণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলি অভিনেতা । কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে শ্রীলীলাকে । কার্তিক-শ্রীলীলার ডেটিংয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেতার মা খোদ ! কেমন পুত্রবধূ তাঁর পছন্দ, সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে কার্তিকের মা জানান, চিকিৎসক পুত্রবধূ তাঁর পছন্দ ।  আর শ্রীলীলার কিন্তু এমবিবিএস ডিগ্রি রয়েছে ।


'ভিলেন' শাহরুখ 

সিনেমায় শাহরুখ এবার হিরো নয়, ভিলেন ! হ্যাঁ ঠিকই শুনছেন । বলিপাড়ায় ফিসফাঁস পুষ্পা ২-র পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা । কিং খানকে নাকি ভিলেনের চরিত্রে ভেবেছেন পরিচালক । এর আগে অবশ্য ডর, বাজিগর সিনেমায় ভিলেন হয়েছিলেন শাহরুখ । আবারও নতুন ভূমিকায় কিং খানকে পেতে উৎসাহী দর্শকরা । জানা গিয়েছে, শাহরুখকে দেশি, গ্রাম্য ছেলের ভূমিকায় দেখা যাবে । 

 

Bollywood

Recommended For You

editorji | বিনোদন

Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?

editorji | বিনোদন

Aamir Khan Birthday: হোলিতে আরও রঙিন আমির, 90s'-এর চকোলেট বয়ের আজ ৬০ !

editorji | বিনোদন

Ritabhari : 'প্রেম ভয়ংকর !' মন ভেঙেছে বারবার, কার কার সঙ্গে সম্পর্কে জড়ান ঋতাভরী ?

editorji | বিনোদন

Ritabhari-Srijit : 'সৃজিতের হৃদয় ভেঙেছি, ভুল করেছি', মনের জানলা খুলে দিলেন ঋতাভরী