সেপ্টেম্বরের শেষে রাজ্যে ৭ বিধানসভা আসনে ভোটের সম্ভাবনা। এরমধ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোটের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য নির্বাচনী দফতরের সঙ্গে কথা হয়েছে নির্বাচন কমিশনের। রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে। সবমিলিয়ে আগামী সেপ্টম্বরের শেষে রাজ্যে সাত আসনে ভোটের জোরাল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, এই পাঁচ আসনে উপ নির্বাচন ও সামশেরগঞ্জ, জঙ্গিপুর বিধানসভা আসনে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।