স্বর্ণ ব্যবসায়ীর(Gold Trader) চোখে রাসায়নিক ছিটিয়ে টাকা-গয়না লুঠের অভিযোগ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার(Malda) হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমান্ত লাগোয়া এলাকায় । ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । বিহার থেকে আসা দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান স্থানীয়দের ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে মুকুন্দপুর থেকে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার । অভিযোগ, সেইসময় দুই জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে তাঁর চোখে প্রথমে রাসায়নিক ছিটিয়ে দেয় । এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ । পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে । আহত অবস্থায় তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানেই চিকিতসাধীন রয়েছেন তিনি ।
আরও পড়ুন, Student Suicide: মোবাইল নিয়ে অভিভাবকদের গঞ্জনার অভিযোগ, 'অভিমানে' আত্মঘাতী মেয়ে
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায় । পুলিশ যেন আরও সক্রিয় হয়, সেই দাবি তুলেছেন ব্যবসায়ী মহল । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে । শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে । এলাকায় যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ ।