আরজি করের মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার এখনও অধরা। যেই সমাজে মেয়ে হয়ে জন্মানোটাকেই ‘অপরাধ’ ধরে নেওয়া হয়, কন্যাভ্রুণ হত্যার নজির ভুরি ভুরি, সেখানে একেবারে নতুন দৃশ্য দেখল বাংলা। দেখাল পুরুলিয়া। মহাসমারোহে লক্ষ্মী ঘরে তুলল পুরুলিয়ার বাসিন্দা শিবশঙ্কর সূত্রধর এবং শ্রাবনী দত্ত।
একেবারে ঢাক ঢোল বাজিয়ে, নাচ গান করতে করতে খুদে কন্যেকে বাড়িতে আনা হয়। ফুল বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে জাঁকজমকভাবে হাসপাতাল থেকে বাড়ির মেয়েকে ঘরে নিয়ে এল পরিবার। পুরুলিয়ার মতো জায়গায় যা নজির তৈরি করেছে।
একবিংশ শতকে দাঁড়িয়ে এখনও কন্যা সন্তানকে ‘বোঝা’ ভাবেন এক অংশের মানুষ। সেখানে এই পরিবারের উদ্যোগ একটা উদাহরণ হয়ে রইল। লক্ষ্মী রূপে এদিন বাড়িতে সেই কন্যা সন্তানকে প্রবেশ করিয়ে খুশিতে আত্মহারা পরিবার-পরিজনেরা। সারা পাড়াকে খাওয়ানো হয় মিষ্টিও।