কৃষক আন্দোলনের মুখে পিছু হটেছে কেন্দ্রীয় সরকার। তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কৃষক এই বড় জয়ের জন্য তাঁদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
টুইটারে মমতা লিখেছেন, 'বিজেপির নিষ্ঠুরতায় ভয় না পেয়ে যে কৃষকরা এতদিন লড়াই চালিয়ে গেলেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন। এই জয় আপনাদের।' আন্দোলন করতে এসে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন মমতা।
Narendra Modi on farm law: বিরাট জয় কৃষকদের! তিন কৃষি আইন রদ করল কেন্দ্রীয় সরকার
কৃষক আন্দেলনের শুরু থেকেই সমর্থন দিয়েছে তৃণমূল। দিল্লি সীমান্তে হাজির হয়ে একাধিকবার সংহতিও জানিয়েছেন মমতা।