১৩৪টি আসনে জয়। বিরোধী দুর্গে ধস নামিয়ে শক্তি বাড়াল তৃণমূল (TMC)। গত পুরভোটের থেকে ২০টি বেশি আসনে জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা (TMC Candidate)। শুধু তাই নয়, পুরভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে শুধু সবগুলি বরো দখল করাই নয়, ১১টিতে বিরোধীদের শূন্য করে দিয়েছে তৃণমূল! গণনার ফলাফলে দেখা যাচ্ছে, ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪ এবং ১৬ নম্বর বরো বিরোধীশূন্য হয়ে গিয়েছে এ বার। বিধানসভা ভোটের ফল প্রকাশের মাত্র কয়েক মাসের ভিতরেই শহরে জোড়াফুলের ভোট এক লাফে ১৫ শতাংশ বেড়ে যাওয়া প্রত্যক্ষ পরিণতি দেখা গিয়েছে এই বরোগুলিতে। দলকে টুইট করে অভিনন্দন জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন তৃণমূলের জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, "কলকাতার মানুষেরা ফের একবার প্রমাণ করে দিলেন ঘৃণা ও হিংসার কোনও জায়গা নেই বাংলায়। এত বড় জয়। যাঁরা আমাদের আশীর্বাদ দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা আপ্লুত। আপনাদের উন্নয়নের জন্য আমরা আমাদের লক্ষ্য থেকে বিচলিত হব না। ধন্যবাদ কলকাতা।"
আরও পড়ুন: ভোট-অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থার আশ্বাস অভিষেকের
এদিন জয়ের পর কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। মেয়র পারিষদদের ধন্যবাদ জানান তিনি। তৃণমূলনেত্রী বলেন, "এই জয় গণতন্ত্রের জয়। আমাদের উপর আস্থা রাখার জন্য প্রত্যেক ভোটারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।"