বৃহস্পতিবার হাইভোল্টেজ ভবানীপুর উপনির্বাচনে শাসক-বিরোধী তরজা অব্যাহত। বিভিন্ন জায়গায় রিগিং, ভোটলুঠ, ভুয়ো ভোটারের মতো নানা অভিযোগ ঘিরে দিনভর তপ্ত থেকেছে রাজ্য রাজনীতি। কিন্তু এইসব অভিযোগে যে আদৌও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না, তা যেন শরীরী ভাষায় বুঝিয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দিষ্ট সময়ে নিজের ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন। বিকাল ৪টে ১৫ মিনিট নাগাদ ভোট দিতে আসেন তিনি। নিজের ভোটকেন্দ্র মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।