সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় জগতে আসা। প্রথম ছবি সমাপ্তি। তারপর ক্রমশ বাংলা ছবির জগতে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠা অপর্ণা সেনের। আজ অভিনেত্রীর ৭৬ বছরের জন্মদিন। তবে অভিনেত্রীর চেয়েও তাঁর এখন সারা দেশ ব্যাপী এবং আন্তর্জাতিক পরিচিতি, জনপ্রিয়তা পরিচালক হিসেবে।
এইসময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম তিনি। অপর্না সেন পরিচালিত মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, পরমা, ১৫ পার্ক অ্যাভেনিউ, ৩৬, চৌরঙ্গী লেন, জাপানিজ ওয়াইফ সারা পৃথিবীর চলচ্চিত্র বোদ্ধা মহলে প্রশংসিত।
সম্প্রতি অপর্ণা সেন পরিচালিত ছবি দ্য রেপিস্ট, ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জে-সেওক পুরস্কার পেয়েছে।
দেশের এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক বার নিজের মতামত জনসমক্ষে ব্যক্ত করেছেন অপর্ণা।