৪৮ ঘণ্টার মধ্যে দু'বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা বলেন শাহ। বৈঠক শেষে বেরিয়ে ধনখড় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যের কাজ হল আইন- শৃঙ্খলা মজবুত করা। আমরা গণতন্ত্র বা সংবিধানের সঙ্গে আপোষ করতে পারি না।' তাঁর দাবি, নির্বাচন পরবর্তী হিংসার যে ছবি বাংলায় দেখা যাচ্ছে, তা স্বাধীনতার পর আর কোথাও দেখা যায়নি। রাজ্যের অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, ''আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করে যা দেখেছি, তাতে মানুষের অবস্থা মুখে বলা যায় না। এই অবস্থা দেখলে যে কারও বুক ভয়ে কেঁপে উঠবে।"