বাংলার নির্বাচনী লড়াই থেকে পুরোপুরি সরছে না আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলমিন। সূত্রের খবর, মুর্শিদাবাদের কয়েকটি আসনে প্রার্থী দিতে চায় তাঁরা। সেই লক্ষ্যে আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিনই রাজ্যে আসতে চান ওয়েইসি। মুর্শিদাবাদের সাগরদীঘিতে জনসভা করে মিম সুপ্রিমো ঘোষণা করবেন কোন কোন আসনে প্রার্থী দেবে তাঁর দল। কয়েক মাস আগেও বাংলার নির্বাচনে AIMIM-কে ফ্যাক্টর বলে মনে করা হচ্ছিল। কিন্তু তারপর কার্যত মাঠের বাইরে চলে গিয়েছে ওয়েইসির দল।