প্লেনে চড়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু প্লেন সফরের আগের এই অভিজ্ঞতা বোধহয় খুব কমজনেরই হয়। বিখ্যাত সুরকার-গীতিকার এ.আর রহমানের “ঊর্বশী ঊর্বশী” গানে স্পাইসজেটের এক বিমানসেবিকার নাচ ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।
ঐ বিমানসেবিকার পরিচয় পেতেও দেরি হয়নি। উমা মীনাক্ষী নামের স্পাইসজেটের ঐ বিমানসেবিকা তাঁর ইনস্টাগ্রামে রিল শেয়ার করেছেন। তাঁর কেবিন ক্রু জীবনের বেশিরভাগ সময় কাটানোর এই মজাদার অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বহু নেটাগরিক।
তবে এই প্রথম নয়, এর আগেও তিনি ভাইরাল হয়েছেন। চলন্ত ওয়াকওয়েতে শ্রীদেবীর ২০১২ সালের হিট ছবি ‘ইংলিশ ভিংলিশ’ থেকে নাভরাই মাঝি গানে নেচেছিলেন। তাঁর ঐ ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে বড় গুঞ্জন তৈরি করেছিল।