রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায়ের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার। সোমবার পালটা কেন্দ্রের কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অধীনস্থ কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে সোমবার আলাপনের উদ্দেশ্যে একটি চিঠি এসে পৌঁছেছে। সেই চিঠির ৬ নম্বর লাইনে উল্লেখ পেয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায় যে ধরনের আচরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে করেছেন, তা শৃঙ্খলাভঙ্গের শামিল। সেই কারণে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে তাঁর কাছে জবাব তলব করা হয়েছে, কেন তিনি বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবহার করেননি তা জানতে চেয়ে।