টুইটার ছাড়া ভারতে প্রচলিত সমস্ত সোশ্যাল মিডিয়াই কেন্দ্রের নয়া নির্দেশিকা মেনে যাবতীয় তথ্য জমা করেছে সরকারের কাছে। এই তালিকায় রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কু, শেয়ারচ্যাট, টেলিগ্রাম, ইন্সটাগ্রাম-সহ প্রচলিত সমস্ত সোশ্যাল মিডিয়াই। ব্যতিক্রম শুধু টুইটার।
গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারক মন্ত্রকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, ২৫ মে-র মধ্যে বেশ কিছু দস্তাবেজ জমা করতে হত সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-সহ সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও একটি ছাতার তলায় আনতে , প্রত্যেক সংস্থাকে তাদের ভারতে থাকা দফতরের ঠিকানা, যোগাযোগ নম্বর এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকের নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।