হাওড়া উত্তর কেন্দ্রের গেরুয়া প্রার্থী উমেশ রাই-এর সমর্থনে মঙ্গলবার প্রচার করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেইন। প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে মঞ্চের দিকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সভার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে ঘাসফুল শিবিরের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন বিজেপি প্রার্থী।
ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।