মেঘের আড়াল থেকে নয়, লড়াই এবার মুখোমুখি। এ ওকে টেক্কা দেওয়ার লড়াই। ক্রেতাদের অবশ্য লাভই। অ্যামাজন এবং ফ্লিপকার্ট, বছরের সেরা সেল -এর দিন ঘোষণা করেছে সম্প্রতি। দুটি ই কমার্স সংস্থাই ৩ অক্টোবর থেকে শুরু করছে মেগা সেল।
এমন সরাসরি লড়াইয়ে আগে এভাবে নামেনি অ্যামাজন-ফ্লিপকার্ট। আগে দু'সংস্থার সেলের সিন ঘোষণা হয়েছিল অক্টোবরের অন্য দুটো দিনে, পরে অবশ্য দুই সংস্থায় সিদ্ধান্ত বদলে একই দিনে সেল শুরু করার কথা জানিয়েছে।
ফ্লিপকার্টের সেল চলবে আট দিন, ১০ অক্টোবর পর্যন্ত। অ্যামাজন অবশ্য সেরকম কিছু এখনও জানায়নি।