যাঁরা ব্যাঙ্ক ঋণ নিয়েছেন তাঁদের জন্য সুখবর। আপাতত ঋণে সুদের হার বাড়ছে না। কারণ রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই কারণে কিছুটা স্বস্তিতে ঋণ গ্রাহকরা।
রেপো রেট নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার বৈঠকে বসে ছয় সদস্যের একটি কমিটি। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত রেপো রেটে কোনও পরিবর্তন আনা হবে না। যার ফলে বর্তমানে রেপো রেট ৬.৫-এই রইল। ছয় কমিটির সদস্যের মধ্যে চারজন রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে সওয়াল করেন। এবং দুজন সদস্য রেপোরেট বৃদ্ধির প্রস্তাব দেন। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানিয়েছেন RBI-এর গভর্নর।
রেপো রেট অপরিবর্তিত থাকার কী সুবিধা?
রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ঋণ গ্রাহকদের সুদের হার বৃদ্ধি পাবে না। ফলে যাঁরা গৃহঋণ, গাড়ি লোন বা পার্সোনাল লোন নিয়েছেন তাঁদের EMI বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই।
এর আগে অক্টোবর মাসে রেপো রেট সংক্রান্ত বৈঠক করে RBI। সেই সময়ও রেপোরেট বৃদ্ধি করা হয়নি। ৯ অক্টোবরের ওই বৈঠকের শেষে জানানো হয়েছে রেপো রেট থাকছে ৬.৫ শতাংশেই।
অক্টোবর মাসের ওই বৈঠকে বিগত দুই মাসের রিপোর্ট পেশ করেছে RBI। সেখানে জানানো হয়েছে, অর্থনৈতিক বৃদ্ধি জারি রাখতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।