ভোটকুশলী প্রশান্ত কিশোর স্বকণ্ঠে একটি ক্লাব হাউজ চ্যাটে দাবি করছেন বাংলায় অত্যন্ত জনপ্রিয় নরেন্দ্র মোদী। বাংলার নির্বাচনে দলিত ভোট বড় ভূমিকা নেবে এবং তৃণমূলের ভোট মেশিনারি ক্ষয় পাবে বলেও জানাচ্ছেন তিনি। এমনই একটি অডিও চ্যাট প্রকাশ্যে আনলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটারে সেটি পোস্ট করেছেন তিনি। পাল্টা টুইট করে পিকে লিখেছেন, 'বিজেপি নিজেদের দলের নেতাদের চেয়ে আমার চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে দেখে ভাললাগল। তাদের উচিত পুরো চ্যাট প্রকাশ করা।' প্রশান্তের দাবি, বিজেপি কোনওমতেই বঙ্গে ১০০ আসনের বেশি পাবে না।