বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন অমিত মিত্র৷ পাল্টা রাজ্যপালের মন্তব্য, অমিতের কাছ থেকে তিনি এত নিচু স্তরের আচরণ আশা করেননি।
রাজ্যপালের বিরুদ্ধে ‘দু’দিন দু’রকম’ মন্তব্যের অভিযোগ করে অমিত টুইটে লেখেন, 'শিল্প সম্মেলন নিয়ে মাননীয় রাজ্যপালের টুইট ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’-এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ৯ নভেম্বর, তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী শিল্প সম্মেলন করার পরিকল্পনাকে দৃঢ় ভাবে সমর্থন করলেন, বললেন, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য যেখানে যা করার, আমি করব। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে (আমি) লেখা চিঠি তুলে ধরে তিনি টুইটে বিষ ওগরাতে শুরু করলেন। এটা দূর্ভাগ্যজনক, শিল্প সম্মেলনের উপর আমার তথ্য সম্বলিত চার পাতার চিঠির পরও তিনি আমার প্রতিক্রিয়া চাইছেন।'
মুখ্যমন্ত্রীর প্রধান ও মুখ্য অর্থ উপদেষ্টার টুইটে রাজ্যপালকে আরও প্রশ্ন, তিনি কি 'অ্যামনেশিয়া’য় ভুগছেন না কি ‘ম্যাকিয়াভেলিয়ান অমিশন’?
Jagdeep Dhankar: শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের, পাল্টা আক্রমণ করল তৃণমূল
একইসঙ্গে টুইটে ২০২০ সালে রাজ্যপাল ধনখড়কে পাঠানো শিল্প সম্মেলনের তথ্য সংক্রান্ত ৪ পাতার চিঠিটিও জুড়ে দিয়েছেন রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। পাল্টা টুইট করে রাজ্যপালের মন্তব্য, 'ডক্টর মিত্রের কাছ থেকে এত নিম্মমানের আচরণ প্রত্যাশা করিনি৷ তদন্ত হলেই সব প্রকাশ্যে আসবে।' উল্লেখ্য, এর আগে বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন রাজ্যপাল।