ভারতের রাজনীতির ইতিহাসে অনেকটাই উপেক্ষিত থেকে গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই প্যাটেল। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর এখানে এসেছিলেন নেতাজি। স্বাধীন ভারতের মুক্তির বাতাস গ্রহণ করেছিলেন। তেরঙা তুলে ধরেছিলেন। কিন্তু তাঁর প্রতি অবিচার হয়েছে।
Mahua Maitra: পুজো মিটতেই শান্তিপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূল, প্রার্থীর হয়ে প্রচারে মহুয়া মৈত্র
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন সময় এসেছে, ইতিহাসে যেন প্রত্যেকে যথার্থ জায়গা পান। যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের ইতিহাসে গর্বের ঠাঁই পাওয়া উচিত। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সিদ্ধান্ত নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি দ্বীপের নাম করার।