পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা অমরিন্দর সিং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন৷ তার জেরে তুঙ্গে উঠল তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা।
পঞ্জাবে (Punjab) কংগ্রেসের একের পর এক নেতা মন্ত্রীরা পদত্যাগ করছেন। সেই হিড়িকের মধ্যেই নতুন জল্পনা তৈরি হল রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ( Amarinder Singh) নিয়ে। মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে এবার কংগ্রেস ছেড়ে বিজেপি-তে পা বাড়াচ্ছেন অমরিন্দর? পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, 'সমস্ত পথই খোলা রয়েছে।' একইসঙ্গে তিনি জানিয়েছেন, কংগ্রেসে থেকে তিনি মানসিকভাবে কষ্টের মুখে পড়ছেন।
Luizinho Faleiro: বিজেপির বিরুদ্ধে মুখ মমতাই, তৃণমূলে যোগ দিয়ে বললেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
যদিও বিজেপি সূত্রের খবর, অমরিন্দর সিংয়ের গেরুয়া শিবিরে যোগদান এখন সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে যদি অমরিন্দর যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তাঁকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। আর সেই পথ ধরেই ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে বিজেপি রোডম্যাপ করে এগোতে চলেছে।