টোকিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্স বিভাগে সোনা জিতেছেন ইজরায়েলের ওর্টেম ডোলগোপ্যাট। পদক নিতে মঞ্চে উঠতেই নিয়মমাফিক বেজে উঠেছিল ইজরায়েলের জাতীয় সংগীতের সুর। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলিউডের সংগীত পরিচালক অনু মালিক। ব্যাপারখানা কী?
অলিম্পিক্সের মঞ্চে ইজরায়েলের জাতীয় সংগীতের সুর বেজে উঠতেই হিন্দি ছবির দর্শকদের কেমন যেন চেনা চেনা সুর। একটু ঘাঁটতেই বেরিয়ে পড়ল ১৯৯৬ সালে অজয় দেবগন সোনালি বিন্দ্রে অভিনীত ছবি 'দিলজ্বলে'-এর 'মেরা মুল্ক মেরা দেশ' এর সুরের সঙ্গে ইজরায়েলের জাতীয় সংগীতের সুরের হুবুহু মিল। এতদিন পর ঝুলি থেকে বেরোল বিড়াল! বুঝতে বাকি রইল না, ইজরায়েলের জাতীয় সংগীতের সুরই নকল করে বলিউডে সুর দিয়েছিলেন অনু মালিক।
এ খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো বলছেন এমন অকল্পনীয় ভাবে নকল করার জন্য অনুরও একটি সোনার মেডেল প্রাপ্য।