প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন, বাদ নেই হুগলীর আরামবাগ মহকুমাও। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। আরামবাগ, গোঘাট, খানাকুলের অসহায় মানুষ এখন গৃহবন্দী দশায় দিন কাটাচ্ছেন। আশ্রয়হীন মানুষজনকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে।
শনিবার বেলা ১২টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে হুগলির আরামবাগের উদ্দেশে রওনা দেন মমতা। পৌঁছন সাড়ে ১২টা নাগাদ। সেখান থেকে সড়কপথে কালীপুর এলাকায় পৌঁছে ঘুরে দেখেন পরিস্থিতি। এই দুর্দশার জন্য তিনি ডিভিসিকে দোষারোপও করেন।
এই পরিস্থিতিতে প্লাবিত এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান যে, এনডিআরএফ এবং এসডিআরএফ মিলিয়ে মোট ৫০টি দল উদ্ধারকার্য চালাচ্ছে। নবান্ন থেকেও চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডকেও আলোচনায় বসার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।