কর্ডেলিয়া ক্রুজ থেকে মাদক বাজেয়াপ্ত হওয়ার মামলায় গ্রেফতার বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি হবে মঙ্গলবার বম্বে হাইকোর্টে। আদালত এই মামলায় গ্রেফতার ফ্যাশন মডেল মুনমুন ধমেচার জামিনের আর্জিরও শুনানি করবে। এর আগে বিশেষ আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করতে অস্বীকার করে।
বিশেষ আদালত জানিয়ে দেয়, হোয়াটস্যাপ চ্যাট থেকে প্রাথমিক দৃষ্টিতে প্রমাণিত, আরিয়ান মাদক কারবারীদের সঙ্গে যুক্ত ছিলেন। আদালত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছিল। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত ৩ অক্টোবর মুম্বই উপকূলে প্রমোদ তরী থেকে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এই তিনসহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল।
আরিয়ান সহ ধৃত তিনজন আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। আরিয়ান ও মার্চেন্টকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। অন্যদিকে, ধমেচা বাইকুল্লার মহিলা জেলে বন্দি। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মাদক পদার্থ রাখা, তার ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে বিশেষ আদালতে এমনই দাবি করেছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। উল্লেখ্য, বিশেষ এনডিপিএস আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হয়েছে শাহরুখ-পুত্রের জামিনের আর্জি।
গত ৮ অক্টোবর মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খরিজ করে। তারপর থেকেই জেলে রয়েছেন শাহরুখ-পুত্র।
২ অক্টোবর, কর্ডেলিয়া ক্রুজ মাদককাণ্ডে আরিয়ান খান-সহ ৮ জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই ঘটনায় NCB এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন নাইজেরিয়ার বাসিন্দা।