হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা দিচ্ছে এনসিবি(NCB) । মাদককাণ্ডে তাঁকে ফাঁসানো হচ্ছে । শনিবার জামিনের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টকে(Bombay High court) এমনই বললেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) ।
বর্তমানে জেলে বন্দী আরিয়ান । বুধবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের এনডিপিএস আদালত । তারপরেই জামিনের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হন আরিয়ান । ২৬ অক্টোবর জামিনের আবেদন মামলার শুনানি রয়েছে । আরিয়ান বম্বে হাইকোর্টকে জানিয়েছেন, তার মোবাইল ফোন থেকে সংগৃহীত হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ও অন্যায় ব্যাখ্যা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ।
Aryan Khan: শাহরুখ পুত্র আরিয়ানের জেল হেফাজত ৩০ অক্টোবর পর্যন্ত
আরিয়ানের আরও দাবি, ক্রুজে পার্টিতে অভিযান চালানোর পর তাঁর কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি । তিনি জানিয়েছেন, আরবাজ মার্চেন্ট এবং অচিত কুমার ছাড়া এই মামলায় অভিযুক্ত অন্য কোনও আসামির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । সেইসঙ্গে পুরো বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি শাহরুখ পুত্রের ।
পাশাপাশি, বারবার জামিন খারিজ নিয়েও প্রশ্ন তুলেছেন আরিয়ান । প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করার যুক্তি দেখিয়ে তাঁর জামিন বারবার খারিজ করা হয়েছিল । শাহরুখ পুত্রের দাবি , আইনে কখনও ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।
আরিয়ান খান-সহ আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে ৩ অক্টোবর গ্রেফতার করে এনসিবি । তিনজন বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে ।