মঙ্গলবার ভরসন্ধ্যেয় আসানসোলের(Asansol) জামুড়িয়ার চাঁদা মোড়ে শ্যুটআউটে(Shootout) মৃত্যু হল মদন বাউড়ি নামক এক খনিশ্রমিকের(ECL Labour)। প্রতিদিনের মতো তিনি এক মাংসের দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় ওই খনিশ্রমিককে(Coal Labour)। এরপর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা মুখে কাপড় জড়ানো অবস্থায় এসে মদন বাউড়ির মাথায় গুলি করে। জামুড়িয়া থানার পুলিশ ওই ইসিএল কর্মীকে(ECL Labour) উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন।
আরও পড়ূন- Saayoni Ghosh: ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, কলকাতা ফিরে দাবি সায়নী ঘোষের
হঠাৎ ওই ইসিএল(ECL) কর্মীকে কেন খুন হতে হল? নেপথ্যে কি কোনও পুরোনো শত্রুতা রয়েছে, নাকি রয়েছে কয়লা মাফিয়াদের(Coal Smuggler) হাত? বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্ত নেমেছে জামুড়িয়া(Jamuria) থানার পুলিশ।