তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ডাক পেলেন অশোক তনওয়ার। তিনি তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য নন। হরিয়ানা অন্য শীর্ষ কংগ্রেস নেতা ছিলেন তিনি। সদ্য দল বদলে যোগ দিয়েছেন তৃণমূলে।
জাতীয় পর্যায়ে তৃণমূলের (TMC) অভিমুখ কী হবে তা ঠিক করতে আগামী সোমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণনীতিও স্থির হবে সেই বৈঠকে। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা গয়েছে তনওয়ারকে।
তৃণমূলের শীর্ষ সাংগঠনিক স্তর হল ওয়ার্কিং কমিটি। তারই বৈঠক ডাকা হয়েছে আগামী সোমবার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Avishek Banerjee) ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই হাজির থাকতে বলা হয়েছে।
TMC, Congress: শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়েও আপত্তি তৃণমূলের
তৃণমূলের তরফে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে দলের অভিমুখ কী হবে, সে কথাই বৈঠকে জানাবেন মমতা এবং অভিষেক। পাশাপাশি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদেরা কী ভূমিকা নেবেন, তা-ও ঠিক করে দেওয়া হবে।