মায়ে আর ছানাতে খেলছে নিজের মনে। অলস মেজাজে তাদের খেলা দেখে কে বলবে, এরাই জঙ্গলের রাজা? সিংহ শিশু আর তার মায়ের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। এমন মিষ্টি ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় সব্বার।
গুজরাটের কোনো এক জঙ্গলের দৃশ্য। সময়টা সম্ভবত অলস দুপুর। একেবারে আয়েশি মেজাজে মায়ে পোয়ে খুনসুটি করছে। ৩০ সেকেন্ডের ভিডিও হলে কী হবে? ওইটুকুতেই ধরা পড়েছে নানা মেজাজ। শিশুসুলভ খেলার মেজাজ, ছদ্ম রাগ, বিরক্তি, মায়ের অপত্য স্নেহ সবটুকু ফুটে উঠেছে ওই আধ মিনিটে।
বিশ্ব সিংহ দিবসে ওই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুরিন্দার মেহরা। সেই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল।