পরিচালক প্রকাশ ঝা’র বিতর্কিত ওয়েবসিরিজ ‘আশ্রম’ (Aashram) এর সেটে ফের তাণ্ডব। রবিবার রাতে শুটিং চলাকালীন পরিচালকের সেটে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ক্রু মেম্বারদের মারধরের পাশাপাশি পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। মধ্যপ্রদেশের ভোপালে এই মুহূর্তে শুটিং চলছে ‘আশ্রম-৩’এর শুটিং। সেখানেই হামলার মুখে পড়েন প্রকাশ ঝা’র টিম। আপাতত বন্ধ রয়েছে ছবির শুটিং।
২০২০ সালের আগস্টে ‘আশ্রম’ সিরিজের প্রথম পর্ব প্রকাশ্যে আসার পর থেকেই সিরিজটি নিয়ে বিতর্ক তৈরি হয়, হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত – এই অভিযোগ ওঠে সিরিজের বিরুদ্ধে।
এবার ‘আশ্রম’-এর সিজন ৩'-এর শুটিং এ, ‘ববি দেওলকে চাই’, এই হুমকি দিতে দিতে সেটে ঢুকে পড়ে হামলাকারীরা। প্রকাশ ঝা নিজে পরিস্থিতি বুঝতে বেরিয়ে এলে, তাঁর মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়।