বোধনেও, বিদায়েও। বাঙালির সব অনুষ্ঠানেই মিষ্টিমুখ করানো চাই-ই চাই। মিষ্টি ছাড়া বিজয়া দশমী ভাবা যায়?। তাই দশমীর দিন সকাল থেকেই বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ভিড়। নানান রকম মিষ্টির চাহিদাই রয়েছে, তবে শতবর্ষ প্রাচীন রাজ মিষ্টি সীতাভোগ মিহিদানার চাহিদাই সবচেয়ে বেশি।
এমনিতেই বর্ধমানের সীতাভোগ মিহিদানার সুনাম ও খ্যাতি জেলা ছাড়িয়ে ভিন জেলা ও ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছে। সপ্তাহ দুয়েক আগে বর্ধমানের সীতাভোগ মিহিদানা পাড়ি দিয়েছে মধ্যপ্রাচ্যের বাহরিনে। জিভে জল আনা সেই মিষ্টির স্বাদে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা।
বাইট ১।সৌমেন দাস( বিক্রেতা),
২।সুলেখা দাস( ক্রেতা)।