মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়েই নবান্নে ইয়াসে ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিল কলকাতা পুলিস, জেলাশাসকরা। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইয়াসে ২০ হাজার কোটি টাকা রাজ্যের আর্থিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১২০০ ক্যাম্প চালু হয়েছে। ২ লক্ষ মানুষ ক্যাম্পে আছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ইয়াসের জন্য যেখানে ক্ষতি হয়েছে সেই ব্লকে দুয়ারে ত্রাণ ক্যাম্প চালু করা হবে। এসডিও অফিস ও বিডিও অফিসে আবেদনপ্ত্র জমা দিতে হবে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকা থেকে ত্রাণের সমস্যার অভিযোগ এসেছে বলে জানান মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,,গোসাবা, পাথরপ্রতিমা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত।দিঘার মতসজীবীদের সবথেকে বেশি ক্ষতি হয়েছে। । ঝড় রুখতে সুন্দরবনে ম্যানগ্রোভ বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
২.২১ লক্ষ হেক্টর জমির ফসল নষ্রট হয়েছে ।৩২৯টি নদীতে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বিডিওদের দুর্গত এলাকায় পৌছে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।