দশমী মানেই বিদায়ের বেলা, সব উৎসব উদযাপনের শেষ। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। শুক্রবার সকাল থেকেই বনেদি বাড়়ি , বারোয়ারি পুজো মণ্ডপে দশমী পুজো হয়ে গিয়েছে। মা দুর্গার বরণ পর্ব সারা হলে, মিষ্টি মুখ করিয়ে চলছে সিঁদুর খেলা।
বিজয়া দশমীর একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সিঁদুর খেলা। কবে থেকে এর চল, তা নিয়ে অবশ্য নানা মত। কথিত রয়েছে, স্বামী ও পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়ে খেলায় মাতেন বিবাহিত মহিলারা।
ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক। মনে করা হয় ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের সঞ্চার করেন। তাই বিবাহিত মহিলারা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এই দিন।
তবে পুরাণ, ধর্মীয় আচার ছাড়াও, বিজয়া দশমী বাঙালির কাছে এক আবেগ। নতুন করে এক দীর্ঘ অপেক্ষার শুরু, বৃহত্তর অর্থে অপেক্ষা তো জীবনেরই ডাকনাম।