শনিবার ভাইফোঁটা উপলক্ষ্যে বাঁকুড়ার ইন্দাসের বেশ কয়েকটি গ্রামের শিশুদের হাতে নতুন জামা-কাপড় তুলে দিলেন নবদিগন্ত নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় কচিকাঁচাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বিষ্ণুপুর ধরমপুরের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
নবদিগন্ত গতবছর থেকে এই বস্ত্রদান কর্মসূচি শুরু করেছে। মূলত গ্রামগঞ্জের বাচ্চাদের তাঁরা এই নতুন জামাকাপড় দিয়ে থাকেন। সংস্থার সদস্য সত্যজিৎ রায়ের কথায়, বড়োদের চেয়েও বাচ্চাদের কিছু দেওয়ায় বেশি আনন্দ। সারাবছর ধরেই তাঁরা এইধরনের কর্মকান্ড নিয়েই মানুষের পাশে থাকে। আগামীদিনেও এই কর্মকান্ডকে তাঁরা এগিয়ে নিয়ে যেতে চান।
Shyambati Bhaifota: প্রতিবছরের মতো এবছরও শান্তিনিকেতনের শ্যামবাটিতে ধুমধাম করে বসল গণ ভাইফোঁটার আসর
বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে আগামীর কথা ভেবে গোটা বিশ্বের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। লকডাউনে কাজ হারিয়ে অনেকেই নিঃস্ব-সর্বস্বান্ত। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহর থেকে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে।
এই অবস্থায় অসহায় কচিকাঁচাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর, দশরথবাটি, ফাদিলপুর ও ঠাকুররাণী পুষ্করিনী গ্রামের ২১ জন দুঃস্থ অসহায় গরীব বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। ভাইফোঁটার দিন নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি সকলেই।