ব্যারাকপুর চিড়িয়ামোড়ে বিজেপির প্রতিবাদ সভায় হামলা। গ্রেফতার এক। বিজেপির অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন নিয়ে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে প্রতিবাদ সভা চলাকালীনই তাদের কর্মীদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বিজেপি। কয়েকজন যুবক এসে বিজেপির মঞ্চে হামলা চালায় ভেঙে দেওয়া হয় মাইক। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনায়
তৃণমূলের বিদায়ী কাউন্সিলার তোতন দে এর বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি।বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বৃহস্পতিবার ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডের প্রতিবাদে বারুইপুর এসডিও অফিসে এর সামনেও প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি ।