Bear at Malbazar: 'তুমি যে এ ঘরে, কে তা জানত?' বৃহস্পতিবার সকালে জানেন কী ঘটল মালবাজারে?

Updated : Dec 09, 2021 16:00
|
Editorji News Desk

যার খোঁজে সারা শহরে চলছে লাগাতার প্রচার, যার ভয়ে ঘরে দোর এঁটেছেন পড়শিরা; তিনি যে একেবারে বাড়িতে ঢুকে বসবেন, তা আর কে জানত? বৃহস্পতিবার এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন মালবাজারের বাসিন্দা বিশ্বনাথ পোদ্দার।

জলপাইগুড়ির(Jalpaiguri) পর এবার মালবাজার(Malbazar)। আবার ঘনবসতিপূর্ণ এলাকায় ভালুক(Bear) ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে মালবাজারের(Malbazar) ১১ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে মালবাজারের বাসিন্দা বিশ্বনাথ পোদ্দারের বাড়িতে ঢুকে পড়ে ভালুকটি। যদিও এটি পূর্ণবয়স্ক ভালুক নয় বলেই জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি, মালবাজারসহ বিভিন্ন এলাকায় একদল ভালুক(Bear) ঘুরে বেড়ানোর খবর পেয়েছিলেন তিনি। কিন্তু সেই দলের এক সদস্যের সঙ্গে যে এভাবে মোলাকাত হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বিশ্বনাথবাবু।

মালবাজার(Malbazar) শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ পোদ্দার জানান, ‘‘সকালে দরজা খোলার পর ভালুকটাকে দেখতে পাই। প্রথমে জন্তুটাকে দেখে বুঝতে পারিনি। ভেবেছিলাম শূকর। তবে পরে পায়ের নখ দেখে বুঝতে পারি ওটা ভালুকের(Bear) বাচ্চা। আমরা সকলেই খুব আতঙ্কে আছি।’’ এর ফলে আতঙ্কে রয়েছেন ১১ নম্বর ওয়ার্ড সহ গোটা মালবাজার এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- Sayantika: বাঁকুড়া থেকে ফেরার পথে সায়ন্তিকার গাড়িতে লরির ধাক্কা, আহত অভিনেত্রী-নেত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশপ্রেমীরা, বনকর্মীরা।। ভালুকটি পূর্ণবয়স্ক নয়, শিশু ভালুক(Bear) বলেই তাঁদের অনুমান। তাঁদের মতে, এমন অবস্থায় ভালুক কখনও একা ঘোরে না। ওই ভালুকটির সঙ্গে তার সঙ্গীরাও আছে বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।

Viral videoBearJalpaiguriWest Bengal

Recommended For You

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?
editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?