সপ্তমীর ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান । এদিন, নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে পুজো শুরু হল বেলুড় মঠে । কোভিড বিধি মেনেই সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে বেলুড় মঠে ।
মঙ্গলবার মহাসপ্তমীর ভোরে নিয়ম মেনে কলা বউয়ের মাথায় ছাতা ধরে গঙ্গার ঘাটে যান মহারাজরা । সেখানে গঙ্গাস্নানের পর কাপড় পরিয়ে নিয়ে আসা হয় মূল মন্দিরে । মৃন্ময়ী দেবীমুর্তির প্বার্শদেশে কলাবউ স্থাপন করা হয় । এরপর সাত সমুদ্র তেরো নদীর জলে নারায়ন শিলা স্নান এবং দেবীর আবাহনের মধ্য দিয়েই মহা সমারোহে মহাসপ্তমীর পুজো শুরু হয় বেলুড় মঠে ।
তবে, এবারও পুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠ । চতুর্থী থেকে একাদশী পর্যন্ত বন্ধ থাকবে মঠ । করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে নিয়ম মেনে পুজোর সব আচার-অনুষ্ঠান পালন করা হবে । হবে কুমারী পুজোও । সবটাই ভার্চুয়ালি দেখতে পারবেন সাধারণ মানুষ ।