প্রত্যাশা অনুযায়ী ভোট পড়ল না ভবানীপুরে (Bhawanipur By-Poll)। বিকেল পাঁচটা পর্যন্ত বিধানসভা উপনির্বাচনের এই কেন্দ্রে ভোটের হার ৫৩.৩২ শতাংশ। দিনের শেষে ৭৫ শতাংশের বেশি ভোট পড়ল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে।
দুর্যোগ কেটে গেলেও বুথে আসার আগ্রহই দেখালেন না ভবানীপুরের ভোটাররা। মুর্শিদাবাদের দুই কেন্দ্রের মধ্যে জঙ্গিপুরকে টপকে গেল সামশেরগঞ্জ। এই কেন্দ্রে ভোট পড়ল ৭৮.৬০ শতাংশ। জঙ্গিপুরে ভোটের হার ৭৬.১২ শতাংশ।
বৃহস্পতিবার সকাল থেকেই সবার নজর ছিল ভবানীপুর কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর তিনটে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বুথে তদারকি করতে দেখা গেল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। কিন্তু দিনের শেষে বুথ থেকে মুখ ফেরালেন ভোটাররাই।