দেশজুড়ে চলছে বিজেপির 'দিব্য কাশী, ভব্য কাশী' (Divya Kashi Vabya Kashi) কর্মসূচী। এই দিনকে স্মরণীয় করে রাখতে রাজ্যজুড়ে শিব-সাধনা (Shiv Sadhana) পালন করল গেরুয়া শিবির। মাজদিয়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে পুজো দিলেন রাজ্যের বিজেপি নেতারা।
কৃষ্ণগঞ্জ বিধানসভার মাজদিয়াতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। ছিলেন কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস ও রাণাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় (Partha Sarathi Chaterjee)। শিব-সাধনা কর্মসূচিতে যোগ দেন বিজেপি কর্মী-সমর্থকরাও। কাশী থেকে ভার্চুয়ালে প্রধানমন্ত্রীর ভাষণ শোনে বিজেপি নেতৃত্ব। এদিকে নবদ্বীপেও একটি শিবমন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।
আরও পড়ুন: ভোটের আগে শেষ রবিবার, বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালালেন দিলীপ-সুকান্ত
এদিন শিবসাধনা কর্মসূচিতে তারকেশ্বরে পুজো দেওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নিমতলা শ্মশানঘাটের কাছে ভূতনাথ মন্দিরে যাওয়ার কথা দিলীপ ঘোষের। বর্ধমানের ১০৮ শিবমন্দিরে পুজো দিতে যাবেন শুভেন্দু অধিকারী।