কলকাতা পুরভোটে (KMC Election 2021) বড়তলায় ছাপ্পা ভোটের ভিডিও ভাইরাল হওয়ার পরই গ্রেফতার যুবক। এবার এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি বললেন, "সবাই জানে কীভাবে ভোট হয়েছে। ভাবের ঘরে চুরি করা হচ্ছে।"
সুকান্ত মজুমদার আরও বলেন, "ভাতের হাঁড়িতে ভাত হয়েছে কিনা বোঝার জন্য মায়েরা দুটো চাল টিপেই বুঝতে পারেন। সুতরাং সবাই জানে কী ভাবে ভোট হয়েছে। ভাবের ঘরে চুরি করা হচ্ছে। তার বেশি কিছু হচ্ছে না। বিজেপির যদি এতই ক্ষমতা থাকত, তাহলে বিজেপি নিজের আসন জিতে নিত। ওনার হয়ে কেন দুটো ভোট ফেলবে।"
বড়তলা থানায় ছাপ্পা ভোট দেওয়া নিয়ে অভিযোগ দায়ের হয়। গৌরব দাস (Gaurav Das) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন। তিনি মক পোল করছিলেন।