দক্ষিণ বঙ্গে বৃষ্টি কমার পরপরই উত্তরবঙ্গ ভাসার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২ এবং ৩ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বাড়বে জলাধার ও নদীর জল স্তর। নিচু এলাকাগুলিতেও প্লাবনের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার, ৬ অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে৷ দেশের বাকি অংশেও বর্ষা বিদায় নিতে নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে৷ সেই প্রক্রিয়া কয়েকদিনের জন্য পিছোলেই পুজোয় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে৷
দক্ষিণবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। আগামী দু' দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রাও বাড়বে৷