পর্ন কান্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়ার পর থেকে সারা দেশের চোখ যেন শিল্পা শেট্টির দিকেই। ঘটনার পর বেশ কিছুদিন একদম চুপ ছিলেন শিল্পা। তারপর সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই আপলোড করেন বইয়ের পাতার নানা কথা। এভাবেই সরাসরি কিছু না বলে আসলে অনেক কিছু বলে দেন অভিনেত্রী। এবারও যেমন দিলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের কয়েকটি লাইন তুলে ধরেছেন শিল্পা। সেখানে লেখা, ‘টুকরো টুকরো ভুল না করলে আমরা কখনওই ঘটনাবহুল জীবন পাব না। কিন্তু সেই ভুলগুলো যাতে খুব বিপজ্জনক না হয় বা অন্যের ক্ষতি না করে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। কিন্তু ভুল আমাদের হবেই।’
কঠিন পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শিক্ষা নিচ্ছেন শিল্পা, সেই ইঙ্গিত দেয় ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা লেখাঢ় শেষটা যার শেষে লেখা, ‘আমি ভুল করব। আবার নিজেকে ক্ষমা করব এবং সেই ভুলগুলো থেকে শিখব।’